Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাস হেল্পারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:৩৩ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


রাজধানীর আমতলীতে বলাকা বাসের হেল্পারের ঔদ্ধত্যপূর্ন আচরণে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী অন্তু ইখতিয়ার গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় রাজধানী সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অসৌজন্যমুলক আচরণকারী সেই হেল্পারের দৃষ্টান্তমূলক শাস্তি, বেপরোয়া চালক ও হেল্পারের উন্নত প্রশিক্ষণ, সড়ক পরিবহণ আইনের যথাযথ প্রয়োগ, পরিবহণ শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা, চালক ও হেল্পারের দ্বারায় ক্ষতিগ্রস্ত অন্তু ইখতিয়ারসহ সকলের চিকিৎসা খরচ ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

গনিত বিভাগের শিক্ষার্থী, হুমায়ন কবির ক্ষোভ জানিয়ে বলেন, আমরা প্রায় দেখি, চালক ও হেল্পারের উগ্র আচরণের ফলে সড়কে অহরহ দুর্ঘটনা ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে। আমার সহপাঠীর মতো প্রতিদিন অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই ধরনের ঘটনা আর দেখতে চাই না। এ সময় তিনি, সহপাঠীকে আহতকারী বলাকা বাসের সেই হেল্পারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

আশিকুর রহমান নামের আরেক শিক্ষার্থী বলেন, বেপরোয়া চালকও হেল্পার হাতে সাধারন মানুষ প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছে।নিহত হচ্ছে। কিন্তু সরকারের যথাযথ আইন প্রয়োগ না করার কারণে তারা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে।

এই বিষয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন জানান, আমরা অতিশীঘ্রই বাস মালিক সমিতির সাথে আলোচনা করবো। এর আগেও আমরা অসংখ্য অভিযোগ পেয়েছি। বাস চালক ও হেল্পার আমাদের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেছে। আমরা তাদের সাথে আলোচনা করবো। প্রয়োজন হলে প্রশাসনকে বিষয়টি অবহিত করবো।

উল্লেখ্য অন্তু ইখতিয়ার সরকারি তিতুমীর কলেজের গনিত বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র। পরীক্ষা শেষে বাসায় যাওয়ার পথে বলাকা বাসের হেল্পারের অসৌজন্য মুলক আচরণে তিনি মারাত্মক আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

Bootstrap Image Preview