Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোনাগাজীতে মাদ্রাসাছাত্রীকে হত্যার চেষ্টা: প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০২:২৮ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কোম্পানীগঞ্জের মুছাপুরে অবস্থিত জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

আজ মঙ্গলবার সকাল ৯টায় মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মাদ্রাসার সামনের রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানব বন্ধন করে।

মানববন্ধনে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. জসিম উদ্দিন ঘটনার নেপথ্য নায়ক সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষের প্রকাশ্যে ফাঁসি দাবি করে বলেন, আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি দাবি করি। মাননীয় প্রধানমন্ত্রী ঘটনার ভিকটিম রাফির উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এজন্য আমরা তার মঙ্গল কামনা করি। এ ঘটনার সাথে জড়িত সকলে যাতে সর্বোচ্চ শাস্তি পায় সেই দাবি করি। 

মানববন্ধনে অংশ নেয়া ছাত্রীরা বলেন, এই রকম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে আরো ঘটনা ঘটবে। অপরাধীরা প্রশ্রয় পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে বাংলাদেশের সকল ছাত্রীকে নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পরিবেশ সৃষ্টি করবেন।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রের ভেতর মাদ্রাসাছাত্রীর (১৮) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

Bootstrap Image Preview