Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদীর বিচার হবে ইঞ্চিতে ইঞ্চিতে: মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০১:২৭ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০১:২৭ PM

bdmorning Image Preview


কোচবিহারের রাসমেলার মাঠে এক জনসভায় মোদীর নাম উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেঁচে যদি থাকি তাহলে মোদীবাবু যত চুরি করেছ, যত ডাকাতি করেছ, যত খুন করেছ, তার বিচার ইঞ্চিতে ইঞ্চিতে করে ছাড়ব।  

মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, ওই বিষাক্ত চোখ, বিষাক্ত নিঃশ্বাসের বিরুদ্ধে ভোট দেবেন। এমন ভাবে ভোট দিন যাতে বাংলার মানুষের দিকে ওরা তাকানোর সাহস না পায়।

মহাভারতের কৌরব-চরিত্রের প্রসঙ্গ টেনে মমতা বলেন, সুশাসন নিয়ে আসবেন বলছেন কিন্তু আপনিই তো দুঃশাসন। বিজেপিতে দুইজন রয়েছেন দুর্যোধন ও দুঃশাসন। আপনি আর আপনার দলের সভাপতি (অমিত শাহ)।

এদিকে, গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাসমেলার মাঠ থেকে মমতাকে আক্রমণ করে ভোটের পরে বেআইনি অর্থ লগ্নি সংস্থা-দুর্নীতিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। 

২৪ ঘণ্টা পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে বলেছেন, এই ভোট কি আমার ভোট? এটা দিল্লিতে বদলের ভোট। আপনারই কৈফিয়ত দেওয়ার কথা। আর আপনি আমার কাছে কৈফিয়ত চাইছেন?

বাংলায় সার্বিক উন্নয়নের বরাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যা কাজ করেছি তার এক শতাংশও করে দেখাতে পারবেন?

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বেশ কিছু অফিসার রদবদল করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবারের জনসভায় সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে কোনদিন কিছু হয়নি আর হবেও না। 

Bootstrap Image Preview