Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ১২:৫৮ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ১২:৫৯ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জে বজ্রপাতে এক সবজি চাষী ও এক ধাওয়ালিসহ (ধান কাটার শ্রমিক) দুই জন নিহত হয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে ও সন্ধ্যায় জেলার ধর্মপাশা ও সুনামগঞ্জ সদর উপজেলায় পৃথক দুই স্থানে ওই দুই ব্যক্তি নিহত হন।

নিহতরা হলেন, সদর উপজেলার কাঠরই ইউনিয়নের কলাইয়া গ্রামের মৃত মফিজ আলীর ছেলে সবজি চাষী আবদুল আউয়াল (৭০) ও পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার পৃর্বধলা উপজেলার হিরনপুর তোলাবাড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে ফজল হক (২৮)।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার কলাইয়া গ্রামে আবদুল আউয়াল নিজের আবাদকৃত বেগুন ক্ষেতে কাজ করার সময় সোমবার সন্ধ্যায় বৃষ্টিপাত শুরু হলে তার উপর বজ্রপাত পড়লে তিনি আহত হন। পরে গ্রামের প্রতিবেশী ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বজ্রপাতে সবজি চাষীর নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে জেলার সুনামগঞ্জের ধর্মপাশার বোরো ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে ফজল হক নামের এক (ধান কাটার শ্রমিক) ধাওয়ালীর মৃত্যু হয়েছে। সোমাবার দুপুরে উপজেলার জয়শ্রী ইউনিয়নে চন্দ্র সোনারথাল বেরী বাঁধ প্রকল্পের লাগায়ো ধারাম পুরানবন হাওরে বজ্রপাত পড়লে ওই ধাওয়ালী হাওরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।  

মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকতা নাজমুল ইলসাম হাওরে বজ্রপাতে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Bootstrap Image Preview