Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে ধরা পড়লো ১৭ ফিট লম্বা অজগর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ১০:০১ AM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ১০:০১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৭ ফিট লম্বা অজগর সাপ ধরেছে বিজ্ঞানীরা। এই অজগরকে পাকড়াও করে ধরা হয়েছে। ১৪০ পাউন্ড ওজনের এই অজগরের পেটে ৭৩টি ডিম রয়েছে। এতো বড় অজগর এর আগে কখনো দেখা যায়নি বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের দেওয়া তথ্য থেকে জানা যায়, অজগরের পেটে থাকা ডিমগুলো পরিণতি পেতে চলেছে। দক্ষিণ ফ্লোরিডার সবচেয়ে বড় সাইপ্রাস ন্যাশানাল প্রিজার্ভ এলাকা থেকে এই বৃহৎ অজগরকে পাকড়াও করা হয়েছে। নতুন ট্র্যাকিং টেকনোলজির সাহায্যে গর্ভবতী এ অজগরকে ধরে ফেলা সম্ভব হয়েছে। কিন্তু এই গর্ভবতী অজগরের সঙ্গে পুরুষ অজগরেরও থাকার কথা। এখন তাকে খোঁজার কাজ চলছে। সাধারণত গর্ভবতী অজগর যেখানে থাকে তার আশেপাশেই সেই পুরুষ অজগরের থাকার কথা।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, অজগর সাপকে উদ্ধার করার পর সেখানের অনেক জিনিসও নিয়ে আসা হয়েছে। যা আবিষ্কারের কাজে লাগবে। অজগর সাপের জীবন–প্রক্রিয়া নিয়েও অনেক কিছু জানা সম্ভব হবে। তবে এই ধরণের অজগর অন্যান্য বন্য জীব-জন্তুর কাছে বড় বিপদ। এরা দ্রুত বংশবিস্তারও করতে পারে।

Bootstrap Image Preview