Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লা ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১০ ইউনিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১০:৫৯ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১০:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড)-এ একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

সোমবার (০৮ এপ্রিল) রাতে আর এন টেক্সটাইল নামের ওই প্রতিষ্ঠানে আগুন লাগে।

এর আগে আজ সোমবার সকালে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে। গাড়ি পার্কিংয়ের পাশে তৃতীয় তলার স্টোররুমে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম টেলিফোনে জানান, সকাল ৮টা ৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় তলার স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা চেষ্টার পর ৮টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর ছড়িয়ে পড়া আগুন নেভাতে সাড়ে ৯টা বেজে যায়।

জানা গেছে, আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এতে কেউ হতাহত না হলেও স্টোররুমের বহু মালামাল পুড়ে গেছে।

গত এক মাসে ঢাকার বেশ কয়েকটি বড় স্থাপনায় আগুন লাগে। পুরান ঢাকায় চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসনে আগুনে ৭১ জন মারা যায়। এর পর বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে মারা যান ২৭ জন।

Bootstrap Image Preview