Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোগীর স্বজনদের হামলায় আহত ডা. মামুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১০:০৬ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১২ PM

bdmorning Image Preview


লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনের উপর রোগীর স্বজনরা হামলা চালিয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার সাতবাড়ীয়া এলাকার হাসনাবানু (৫০) নামের এক রোগীকে অজ্ঞান অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে শারীরিক অবস্থা বেশি খারাপ পাওয়ায় ভোলা বা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত নিয়ে যেতে বলেন। রোগীর স্বজনরা তাকে অন্যত্র নিতে রাজি হয়নি।

পরে ডা. আব্দুল্লাহ আল মামুন রোগীকে হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় তিনি রোগীকে ছাড়পত্র দেন। বেলা ২টা ৩০ মিনিটের দিকে রোগীর মৃত্যু হলে তার স্বজনরা ডা. মামুনের উপর হামলা চালান। ডা. মামুন রোগীর স্বজনদের হামলায় আহত হন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় ডা. মামুন অনেক অনুরোধ করে রোগীকে দ্রুত ভোলা বা বরিশাল নেওয়ার জন্য বললেও রোগীর স্বজনরা তার কথায় কর্নপাত করেননি। রোগীর স্বজনরা জোরপূর্বক এখানে ভর্তি করান। রোগীর মৃত্যুর হলে তার উপর অহেতুক এ হামলা খুব দুঃখজনক। তারা প্রশাসনের নিকট দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

লালমোহন থানা পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ওসি মীর খায়রুল কবীরের নেতৃত্বে এক দল পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Bootstrap Image Preview