Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩৫ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৩২ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৩২ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে এমজিএসপি প্রকল্পের অধীনে পরিচালিত ৩৫ কোটি টাকার চলমান উন্নয়নের কাজ পরিদর্শন করেন বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।

আজ সোমবার দুপুরে বিশ্বব্যাংকের আরবান (শহর) বিশেষজ্ঞ টিম লিডার কাউবিনা আমানকা, বিশ্ব্যাংকের বিশেষজ্ঞ জাহিদ এইচ খান, প্রকৌশলী শিহাব উদ্দিন, এমজিএসপি প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মোজাফফর জাহেদ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মুঞ্জুরুল আলী ত্রিশাল পৌর শহরের চলমান বিভিন্ন রাস্তা, ড্রেন, কালভার্ট, ফুটপাত, বিদ্যুতের লাইন নির্মাণ কাজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, প্যানেল মেয়র আজহারুল ইসলাম, মেহেদী হাছান নাছিম, নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, পৌরসভার সচিব নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী প্রদীপ দেবনাথসহ এলজিইডির কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের এমজিএসপি প্রকল্পের অধীনে ২০১৪ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত পৌর শহরের ড্রেনেজ ও রাস্তার নির্মানের মেঘা প্রকল্পে ৩৫ কোটি টাকা বরাদ্ধ দেয় বিশ্ব ব্যাংক। চলমান কাজের গুণগত মান ও অগ্রগতি পরদির্শনে বিশ্ব্যাংকের এ উচ্চ পর্যায়ের টিম আসেন বলে জানিয়েছেন পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান।

তিনি বলেন, এমজএসপি প্রকল্পের অধীনে ত্রিশাল পৌরসভার ৭টি প্রকল্পের মাধ্যমে সাড়ে বারো কিলোমিটার রাস্তা, সাড়ে সাত কিলোমিটার ড্রেন, সাড়ে চার কিলোমিটার ফুটপাত, ১৩টি কালর্ভাট, রাস্তার বিদুূতের ৭৫০০ লাইট নির্মাণের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ৮০ ভাগ কাজ আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং নির্ধারিত সময়ের মধ্যে আমরা শতভাগ কাজ সম্পন্ন করতে পারব।

বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ত্রিশাল পৌর শহরে কাজের গুণগতমান ও অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি এমজিএসপি প্রকল্পের বরাদ্ধ ত্রিশাল পৌরসভার উন্নয়নের জন্য বৃদ্ধির আশ্বাস প্রদান করেছে।

Bootstrap Image Preview