Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ নিয়ে মুখ খুললেন তসলিমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গা ঘেঁষে দাঁড়াবেন না। কিছুদিন ধরেই এই ব্যতিক্রমধর্মী প্রচারণার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সমালোচনার জন্ম দিয়েছে।

বাসে ভিড়ের মধ্যে গায়ের সঙ্গে ধাক্কা লাগাটা খুবই স্বাভাবিক। কিন্তু বাসের মধ্যে মেয়েদের শরীরের স্পর্শকাতর স্থান ছোঁয়ার জন্যই অনেক বিকৃতমনস্ক পুরুষ যেন ওঁৎ পেতে থাকেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে মেয়েদের টি-শার্টের ছবি ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাজের একটা অংশ এমন প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকেই বলছেন, সব পুরুষ খারাপ নয়। বাসের প্রচণ্ড ভীড়ের মাঝে গা ঘেঁষাঘেষি হতেই পারে।

এবার প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনও সোশ্যাল সাইটে এই ‘টি-শার্ট মুভমেন্ট' নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। প্রতিবাদী মেয়েদের তিনি উৎসাহিত করে আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরো কিছু বাক্য লিখে দিয়েছেন টি-শার্টে লেখার জন্য।

তসলিমা লিখেছেন, ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লেখা টি-শার্ট বাংলাদেশের কিছু মেয়ে পরছে। এরকম টি-শার্ট আরো মেয়ের পরা উচিত। আরো কিছু লিখতে হবে টি-শার্টে।

১. ঘেষবেন না, আমি আপনার মা বোন নই

২. যৌনবস্তু নই। তফাত যাও।

৩. নারী -নির্যাতন বন্ধ করো।

৪. আমরা তোমার সহযাত্রী, আমরা খাদ্য নই।

৫. বর্বরতা দূর করো। সভ্য সমাজ গড়ে তোলো।

৬. পুরুষতন্ত্র বিদেয় করো, বিবেকবান মানুষ গড়।

৭. পশুর কাছে ধর্ষণ না করা শেখ।

৮. ধর্ষণমুক্ত সমাজ চাই।

৯. নারীবিদ্বেষ আর নয়।

১০. নারীর সমানাধিকার ছাড়া সমাজ সভ্য হয় না।

১১. আমি আপনার স্ত্রী নই, প্রেমিকাও নই। দূরত্ব বজায় রাখুন।

১২. আমাকে বাধ্য করবেন না আপনাকে ঘৃণা করতে।

১৩. নারীবিদ্বেষী হওয়ায় কৃতিত্ব নেই, বোধবুদ্ধিসম্পন্ন মানুষ হন।

১৪. পুরুষাঙ্গ হওয়ার চেয়ে পুরুষ হওয়া ভালো।

Bootstrap Image Preview