Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে ১৭০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৪:৪৫ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১৪ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে ১৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদফতরের উদ্যোগে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (দিনাজপুর অঞ্চল) ড. মাহাবুবুর রহমান।

কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতি ১ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ডিএপি ১৫ কেজি, এমওপি ১০ কেজি বিআর-২৬, ব্রি ধান-২৮, ব্রি ধান-৪৮, নেরিকা-১০, নেরিকা মিউটেন্ট জাতের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (দিনাজপুর অঞ্চল) ড. মাহাবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদফতর দিনাজপুর কৃষিবিদ মো. তৌহিদুল ইকবাল।

Bootstrap Image Preview