Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'পার্লামেন্টকে রিসোর্স মবিলাইজেশন নিশ্চিত করতে হবে' কাতারে স্পিকার

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৩:২৮ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি কাতারের দোহায় বলেছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনোভেশন, ফেয়ার ট্রেড পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে নারী ব্যবসায়ীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা গুরুত্বপূর্ণ।

রবিবার সন্ধ্যায় কাতারের দোহায় শেরাটন কনভেনশন সেন্টারের সালওয়া ২ এ ১৪০তম আইপিইউ এর Sustainable Development, Finance and Trade স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ‘এসডিজি অর্জনে অবাধ ও সুষ্ঠু ব্যবসা এবং বিনিয়োগের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রিসোর্স মবিলাইজেশন এসডিজি অর্জনের প্রধান হাতিয়ার। পার্লামেন্টকে অবশ্যই রিসোর্স মবিলাইজেশন ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদক ও উদ্যোক্তারা সর্বাধিকভাবে উপকৃত হবেন।

স্পিকার বলেন, ডিমান্ড সাপ্লাই চেইন, রিপ্রোডাকশন ও ফেয়ার ট্রেড প্রিন্সিপালকে ঢেলে সাজাতে হবে। আর এর মাধ্যমে এসডিজি অর্জন সহজ হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইনোভেটিভ ফিন্যান্সিং এর ক্ষেত্রে সঠিক বাণিজ্যনীতি ও নতুন প্রযুক্তির ব্যবহার ব্যবসা বাণিজ্যের প্রসার করে বৈষম্য হ্রাস এবং দারিদ্র্য বিমোনের মাধ্যমে এসডিজি অর্জনকে সহজ করে তোলে।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি অংশ নেন।

Bootstrap Image Preview