Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিরিরবন্দরে আটককৃত মাদকব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ  

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


দিনাজপুরের চিরিরবন্দরে গ্রাম পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর হাটে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দরহাটে ইয়াবা ট্যাবলেট মিশ্রিত মাদকের প্রায় ২০টি গুলি বিক্রির সময় ফজলুল হক মুন্সিকে (৫৫) হাতেনাতে আটক করে নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর হাটের ঢহল গ্রাম পুলিশ। ওই মাদক ব্যবসায়ীর শরীর তল্লাশী করে প্রায় ১৮-২০ টি ইয়াবা মিশ্রিত মাদকের গুলিসহ তাকে নশরত ইউপি কার্যালয়ে সোপর্দ করা হয়।

পরে নশরতপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম নুরু ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেনের উপস্থিতিতে অজ্ঞাত কারণে মাদকব্যবসায়ী ফজলুল হক মুন্সিকে ছেড়ে দেয়া হয়। 

স্থানীরা জানান, যেখানে মাদক নির্মূলে প্রশাসন কাজ করে যাচ্ছেন। সেখানে কিছু অসাধু স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে মাদকব্যবসায়ীরা বার বার পার পেয়ে যাচ্ছেন। যার কারণে মূল্য ব্যবসায়ীরা থাকছেন ধরা ছোয়ার বাইরে। ফজলুল হক মন্সি একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। আর সে দীঘদিন যাবত সুকৌশলে মাদকব্যবসা করেন।

এসময় ইউনিয়ন পরিষদ কার্যলয়ে শত শত মানুষের ভিড় জমায়। মাদকব্যবসায়ী ফজলুল হক মুন্সি নশরতপুর গ্রামের হাছি পাড়ার মৃত সহী উদ্দিনের পুত্র বলে জানা গেছে। 

এব্যাপারে নশরতপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম নুরু সাথে কথা হলে তিনি ছেড়ে দেয়ার বিষয়টি অকপটে স্বীকার করেন এবং দম্ভোক্তির সাথে বলেন আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি। 
 

Bootstrap Image Preview