Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০২:৩৬ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০২:৩৬ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ২০১৯-২০ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অধিদফতরের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১'শ ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুম্মান আকতারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ  অধিদফতরের উপ-পরিচালন (দিনাজপুর অঞ্চল) ড. মাহাবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদফতর দিনাজপুর কৃষিবিদ মোঃ তৌহিদুল ইকবাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামিম আশরাফ, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান নবিউল ইসলাম, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দুস, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতি ১জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ডিএপি ১৫ কেজি, এমওপি ১০ কেজি বিআর-২৬, ব্রি ধান-২৮, ব্রি ধান-৪৮, নেরিকা-১০, নেরিকা মিউটেন্ট জাতের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।  

Bootstrap Image Preview