Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুশিয়ারায় ধরা পড়লো ৪ লাখ টাকার বাঘাইড় মাছ

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০১:৪০ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview


সিলেটের কুশিয়ারা নদীতে জেলের জালে এবার ধরা পড়ছে ২'শ কেজি ওজনের ৪ লাখ টাকার বাঘাইড় মাছ।  

রবিবার (৭ এপ্রিল) সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের কুশিয়রা নদীর ডুবাইচর এলাকায় বাঘাইড় মাছটি ধরা পড়েছে। 

ওইদিন দুপুরে সিলেট নগরের লালবাজারে বিক্রির জন্য তোলা হয়েছে বিশাল আকৃতির এ বাঘাইড় মাছটি। মাছটি দেখতে বাজারে ভিড়  জমান স্থানীয়রা।

জকিগঞ্জ থেকে মাছটি কিনে দুপুরে সিলেট নগরের লালবাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন, মখলিছ মিয়া ও শাহাব উদ্দিন। 

তারা মাছটির দাম হাঁকেন ৪ লাখ টাকা। তবে বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা মাছটির দাম উঠেছে।

ব্যবসায়ী মখলিছ মিয়া বলেন, সকালে মাছটি কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়ে। পরে তিনি মাছটি নিয়ে আসেন লালবাজারে। বাজারে তোলার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন।

তিনি আরো বলেন, পর্যাপ্ত দাম না পেলে সোমবার (৮ এপ্রিল) সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করব। আমরা বেশি দাম দিয়ে মাছটি কিনেছি। কেনা দাম না ওঠায় রবিবার রাত পর্যন্ত মাছটি বিক্রি করা হয়নি। 
 

Bootstrap Image Preview