Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, যুবক আটক

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ১০:১৭ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১৫ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের নবীগঞ্জে ঘরে প্রবেশ করে মিলু রাণী সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ৪ দিনের মধ্যেই ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) গভীর রাতে ভৈরবের ঘুমড়াকান্দা মহল্লা থেকে আসামি রনজিৎ সুত্রধরকে (২৪) আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ঘাতক রনজিৎ সুত্রধর উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামের অবিনাশ সুত্রধরের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঘাতক রনজিৎ ভৈরবের ঘুমড়াকান্দা মহল্লা অবস্থান করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ সামছুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ভৈরবের ঘুমড়াকান্দা মহল্লা অবস্থান নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক রনজিৎ ঘটনা সাথে জড়িত থাকার স্বীকার করে।

ঘাতক রনজিৎ পুলিশকে জানায়, নিহত মিলু রাণী সুত্রধর তার সম্পর্কে ঠাকুরমা। সে তার ঠাকুরমায়ের কাছে ঘটনার ১০/১২ দিন পূর্বে ২০ হাজার টাকা জমা রাখেছিল। ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যায় রনজিৎ তার ঠাকুর মায়ের কাছ থেকে টাকা আনতে তাদের বাড়িতে যায়। সে তার ঠাকুরমায়ের কাছে টাকা খুঁজলে তিনি কিসের টাকা জানতে চান এবং তিনি তার টাকার কথা অস্বীকার করলে তাদের মধ্যে টাকা নিয়ে বাকবিণ্ডা ঘটে। তার পিসি শিল্পী সুত্রধর তাকে দা দিয়ে কোপ দেয়। সে প্রাণরক্ষায় দা কেড়ে নিয়ে তাদের এলোপাতারি কোপ মারতে থাকে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, গ্রেফতারকৃত রনজিৎ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে কিভাবে হত্যাকাণ্ড করছে তার বর্ণনা দিয়েছে। আমরা ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা কিংবা অন্য কোন কারণ রয়েছে কিনা তা উদঘাটনে জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছি।

Bootstrap Image Preview