Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৯:৫০ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে গিয়ে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় সানজিদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। অপর একজন ফারজিন (২৫) গুরত্বর আহত হয়েছেন।

রবিবার (৭ এপ্রিল) বিকালে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদ উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া দমদমা গ্রামের আব্দুল মতিনের ছেলে। আহত ফারজিনের বাড়ি নাটোর ফজলুর রহমানের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, নিহত কিশোর সানজিদ ও ফারজি মিলে ঘুরতে বের হন। ঘুরাঘুরির এক পর্যায়ে তারা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে সানজিদ সেলফি তুলতে গেলে পেছন থেকে ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এ সময় পথচারীরা সানজিদ ও ফারজিনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সানজিদ মৃত্যুবরণ করে এবং ফারজিনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেলফি তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। এবং সানজিদ নিহত হয় ও ফারজিন গুরতর আহত হন। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Bootstrap Image Preview