Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে মাদক সম্রাট সালামসহ আটক ২

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৭:১৪ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী সালাম অবশেষে গোয়েন্দা পুলিশের খাঁচায় আটক। অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ী সালাম বাহীনির হুমকির মুখে পড়তে হয় গোয়েন্দা সদস্যদের। বাহুবল উপজেলার কবিরপুর গ্রামের সালাম মিয়া নামের এই মাদক ব্যবসায়ী নিজ বাড়িতেই গড়ে তুলেছিলেন ইয়াবা ক্রয়-বিক্রয় ও সেবনের অবাধ সাম্রাজ্য।

শনিবার (৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে তার আস্তানায় অভিযান চালায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

আটককৃত সালাম মিয়া (৪২) বাহুবল উপজেলার কবিরপুর গ্রামের মৃত মশ্বব উল্লার পুত্র ও মনির মিয়া (৫০) একই উপজেলার বহুরা গ্রামের ইউনুস উল্লার পুত্র।

পুুুলিশ সূূত্রে জানা যায়, বাহুবল উপজেলাধীন কবিরপুর গ্রামের সালাম সরাসরি চট্টগ্রাম থেকে বড় বড় ইয়াবা চালান অভিনব কৌশল অবলম্বন করে এনে এভাবেই সে নিজেই নিয়ন্ত্রণ করতে শুরু করেন সারা জেলার ইয়াবা বাজার। গড়ে তোলে বিশাল ইয়াবা সিন্ডিকেট। মাদক ব্যবসা চালিয়ে রাতারাতি বনে যায় প্রচুর টাকার মলিক।

শনিবার রাতে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয় এই আলোচিত সালাম এবং তার সহযোগী মনির। এ সময় তাদের কাছ থেকে দেড়শ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গোয়েন্দা পুুুলিশের ওসি মোঃ মানিকুল ইসলাম জানান, এর আগে বেশ কয়েকবার চেষ্টা করেও এ সিন্ডিকেটকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছিল না। অবশেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ব্লকরেইড দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা এবং এক সহযোগীসহ তাকে আটক করা সম্ভব হয়।

Bootstrap Image Preview