Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাহিরপুর সীমান্তে বিদেশি মদসহ দুই চোরাকারবারী আটক

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০২:১০ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) এক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মুক্তার হোসেন ও একই গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে আবদুর নুর।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, উপজেলার সীমান্তবর্তী লালঘাট সেতুর পশ্চিম পার্শ্বে কয়েকজন সংঘবদ্ধ মাদক চোরাকারবারী বিদেশি মদের চালান অন্য মাদক কারবারীদের নিকট সরবরাহকালে থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আবু মুসার নেতৃত্বে শনিবার রাতে পুলিশ অভিযান চালায়। পুলিশী অভিযানে মুক্তার হোসেন ও আবদুর নূরকে আটক করা হয়। এ সময় সীমান্তের অপর শীর্ষ চোরাকারবারী, হুন্ডি ও ইয়াবা ব্যবসায়ী আবুল কালাম ওরফে হুন্ডি কালাম দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ আটককৃতদের হেফাজত থেকে কার্টন ভর্তি বিপুল পরিমাণে বিদেশি মদ জব্দ করে।

এ ব্যাপারে উপজেলার শ্রীপ্রু উওর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট মাইজপাড়ার মৃত ভানু হোসেনের ছেলে আবুল কালাম ওরফে হুন্ডি কালামকে পলাতক আসামি দেখিয়ে আটককৃত অপর দুই মাদক চোরাকারবারীসহ তিন জনের বিরুদ্ধে আজ রবিবার থানায় একটি মামলা দায়ের করা হয়। থানা পুলিশ আরো জানায়, পলাতক হুন্ডি ব্যবসায়ী আবুল কালামের বিরুদ্ধে ভারতীয় মুদ্রা (হুন্ডি), চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা সহ আরো কয়েকটি মামলা আদালতে বিচারধীন রয়েছে।

প্রসঙ্গত, ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) র সুনামগঞ্জের তাহিরপুরের  বালিয়াঘাট বিওপির বিজিবির একটি টহল দল মাস তিনেক পূর্বে সীমান্তে লাকমা পশ্চিম পাড়ায় ইয়াবা বিক্রর সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ কালামকে আটক করার পর ওই মামলায় জেলা কারাগারে হাজতবাসের পর সম্প্রতি জামিনের বেড়িয়ে এসে মাদক ব্যবসায় তার সিন্ডিক্যাট নিয়ে সীমান্তে ফের তৎপর হয়ে উঠে।

Bootstrap Image Preview