Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০১:৩৮ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০১:৩৮ PM

bdmorning Image Preview


'সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে বেসরকারি সংস্থা বেসিক এর সহযোগিতায় আজ রবিবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালনে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার.পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ড.নুরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ, আবাসিক মেডিক্যাল অফিসার ড. সঞ্জয় কুমার গুপ্ত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জগদীশ চন্দ্র মহন্ত, বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, নার্সিং সুপারভাইজার ভারপ্রাপ্ত সাহিদা বেগম, সিনিয়র স্টাফ নার্স লায়লা আরজুমান, আর এমপি ওয়েল ফেয়ার সোসাইটি এর মহা-সচিব গ্রাম্য ডাক্তার আমিনুল ইসলাম, ডা. রইস উদ্দিন খাঁন প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview