Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলেকে নকল দিতে গিয়ে ধরা খেলেন বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ১২:৩৭ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ১২:৩৮ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর বাউফল উপজেলায় চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি বিষয়ের নকল দিতে গিয়ে ধরা খেয়েছেন বাবা। এ ঘটনায় মো. বাবুল আকন নামে ওই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৬ এপ্রিল) উপজেলার বগা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বগা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল আকন তার ছেলেকে নকল সরবারাহ করার জন্য কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় ঘটনাটি জানতে পেরে কেন্দ্রে দায়িত্বরত প্রশাসন তাকে আটক করে।

পরে আদালতের কাছে সোপর্দ করা হলে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়াও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুশ চন্দ্র দে জানান, বাবুল তার ছেলেকে নকল সরবরাহ করতে কেন্দ্রে ঢুকেছেন এমন খবর জানতে পেরে স্কুল প্রশাসনের লোকজন তাকে ধরে ফেলে। পরে আদালতে নিয়ে আসা হলে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

Bootstrap Image Preview