Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অফির্সাস ক্লাবের বনভোজনে পিআইওকে মারধর

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৯:৩৩ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কর্মকর্তাদের সংগঠন অফির্সাস ক্লাবের বনভোজনে পিআইওকে মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আর এ অভিযোগটি উঠেছে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে।

শনিবার (৬ এপ্রিল) উপজেলার একমাত্র সরকারি বিনোদন কেন্দ্র রামরাই দিঘীতে উপজেলা পরিষদের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অফির্সাস ক্লাব কর্তৃক আয়োজিত বনভোজনে মুরগির মাংশ নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

প্রত্যক্ষদশী ও আহত উপজেলা প্রকল্প কর্মকর্তা মোতাহার হোসেন জানান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কাশেম মুরগির মাংশ বিতরণ করছিলেন। এসময় মুরগির মাংশ দিতে বলায় সে আমার চটে যায়। খাওয়া শেষে আমি বিষয়টি আনসার ভিডিপি কর্মকর্তাকে বলতে গেলে তিনি তাৎক্ষণিক অতর্কিতভাবে আমাকে মারপিট দিতে শুরু করেন।

তিনি বালেন, আমি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত লোকজন আমাকে তার হাত থেকে রক্ষা করে। এতে আমি মাথায় ও ডান চোখে চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি।

সাংবাদিকদের কাছে অভিযোগ করে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, বর্তমানে আমি ডান চোখে ঝাপসা দেখছি।

তবে বিষয়টি অস্বীকার করে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কাশেম মুঠোফোনে বলেন, চাকরিতে যোগদানের সময় ছয় মাসের প্রশিক্ষ  দিয়ে এসেছি। সে আমার উপর তেড়ে আসায় আমি তাকে ঠেকাতে গেলে তার এ অবস্থা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফির্সাস ক্লাবের সভাপতি মৌসুমী আফরিদা মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাল সিনিয়র অফিসারদের ডেকে দুই কর্মকর্তার নিকট বিষয়টি শোনা হবে।

Bootstrap Image Preview