চট্টগ্রামের পাঠকের মুখোমুখি হলেন তিন তরুণ কথাসাহিত্যিক, সোহেল নওরোজ, কথাসাহিত্যিক ও বাচিকশিল্পী আরমানউজ্জামান, কথাসাহিত্যক ও সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ।
শুক্রবার(৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে পাঠকের মুখোমুখি হন এ তিন তরুণ কথাসাহিত্যিক। লেখালেখি, জীবন ও ক্যারিয়ার নিয়ে বক্তব্য রাখেন তারা।
কথাসাহিত্যিকগণ তাদের আলোচনায় বলেন, লেখকরা সমাজের বাস্তবচিত্র ও সময়কে ধারণ করে সাহিত্য সৃষ্টি করে থাকেন। কেবল সস্তা জনপ্রিয়তাই লেখকের মুখ্য উদ্দেশ্য হতে পারেনা। একজন লেখক তাঁর নৈতিক অবস্থানকে অক্ষুন্ন রেখেই সমাজ ও পাঠকের মনোজগত আলোকিত করার চেষ্টায় থাকেন।
কথাশিল্পী জান্নাতুন নুর দিশার সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বজরা সম্পাদক মোসলেহ মহসিন, ছড়াকার ওসমান মাহমুদ, নক্ষত্র সম্পাদক আবু ওবাইদা আরাফাত, ছড়াকার মখছুছ চৌধুরী, নগর ও নাগরিক সভাপতি লায়ন এম আইয়ুব, গল্পকার আহমেদ পলাশ, সাইফুল ইসলাম, ইমরান ইবনে আনোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত লেখকবৃন্দ। পরে লেখকদের প্রকাশিত বইয়ের প্রদর্শনী ও অটোগ্রাফসহ বই সংগ্রহ করেন পাঠক-ভক্তবৃন্দ।