Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশ মানছেন না প্রধান শিক্ষিকা!

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৭:২৮ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৭:২৮ PM

bdmorning Image Preview


জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশ মানছেন না পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা বেগম। নির্দেশনা থাকা সত্বেও তার বিদ্যালয়ে যোগদান করতে দেননি সহকারী শিক্ষিকা সুর্বনা জাহান ঝুমুরকে।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুর্বনা জাহান ঝুমুরের বদলির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই শিক্ষককে একই ইউনিয়নের নাজিরপুর ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন। যার স্মারক নম্বর-৮৩৫, তারিখ: ২৮ মার্চ ২০১৯।

আদেশ মোতাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই শিক্ষককে নাজিরপুর ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি ভিত্তিক নিয়োগ দেন। ওই নিয়োগ মোতাবেক শিক্ষক সুর্বনা জাহান ঝুমুর শনিবার (৬ মার্চ) সকালে নাজিরপুর ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে যান। কিন্তু প্রধান শিক্ষক তাকে যোগদান করতে দেননি।

সুর্বনা জাহান ঝুমুর অভিযোগ করেছেন, অদৃশ্য কারনে প্রধান শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে তাকে যোগদান করতে দেননি।

প্রধান শিক্ষক নাজমা বেগম যোগদান করতে না দেওয়ার কথা স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুকের নির্দেশে তিনি ওই শিক্ষিকার যোগদান গ্রহণ করেননি। তার (আওয়ামী লীগ নেতা) নির্দেশ অমান্য করলে ওই বিদ্যালয়ে তিনি (প্রধান শিক্ষক) চাকরি করতে পারবেন না।

আপনি কী আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করছেন না?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কিছুই করার নেই।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview