Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৭:১০ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:২০ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার দেবহাটায় ২০১৯-২০ অর্থবছরের আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা কৃষি অধিদফতরের আয়োজনে উপজেলা চত্বরে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বিতারণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনসংসদ সদস্য অধ্যাপক আলহাজ্ব আ.ফ. ম রুহুল হক।

উপজেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দীনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি। আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী।

এ সময় ৫টি ইউনিয়নের ২৫০ জন কৃষকদের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ, ডিএপি-১৫ কেজি, এমওপি-১০ কেজি সার বিতরণ করা হয়।

Bootstrap Image Preview