Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদিকে ভোট না দেওয়ার আহ্বান ভারতীয় ৬১৬ তারকার!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৫:২৫ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৫:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও এর অঙ্গ সংগঠনগুলোকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ৬১৬ তারকা নির্মাতা, অভিনেতা ও লেখক।

আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন।

ভারতের খ্যাতনামা শিল্পীরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ক্ষমতাসীন দল বিজেপিকে ভোটের মাধ্যমে প্রতিহত করুন। ধর্মান্ধতা ও ঘৃণাচর্চাকে ক্ষমতা থেকে সরাতে ভোট দিন।

বিবৃতিটি সম্প্রতি ভারতের জনগণের উদ্দেশ্যে স্বাক্ষরসহ প্রকাশ করেছেন শিল্পীরা। সেখানে স্পষ্ট ভাষায় তারা লিখেছেন, আসন্ন নির্বাচনে যেন ভারতের সচেতন জনগণ বিজেপি ও তার শরিকদের ভোট না দেন। বিজেপির কারণে ভারতের সংবিধান হুমকির মুখে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

এতে স্বাক্ষর করেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ, শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেন, আমল পালেকর, নির্মাতা অনুরাগ কাশ্যপ, লিলেট দুবে, অভিষেক মজুমদার, মহেশ দত্তানি, কঙ্কনা সেনশর্মা, রত্না পাঠক শাহ ও সঞ্জনা কাপুরসহ বহু তারকা।

হিন্দি, বাংলা, তামিলসহ মোট ১২টি ভাষায় প্রকাশ করা হয় ওই বিবৃতি। সেখানে বলা হয়, দুর্বলদের সশক্তিকরণে, স্বাধীনতা রক্ষায়, পরিবেশ রক্ষায় ও বৈজ্ঞানিক চিন্তা-ভাবনার প্রসারকে ভোট দিন।

আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সেখানে বলা হয়েছে, পাঁচ বছর আগে যে মানুষটি নিজেকে দেশের রক্ষাকর্তা হিসেবে চিহ্নিত করেছিলেন, তিনি তার নীতির কারণে লাখ লাখ মানুষের জীবন ধ্বংস করে দিয়েছেন।

তারা বলেন, ‘ভারত নামের ধারণাটাই আজ বিপন্ন। আজ হাসি, গান, নাচ সবই হুমকির মুখে। আমাদের সংবিধানও বিপন্ন। যে সব প্রতিষ্ঠানে যুক্তি, তর্ক, মতামত বিনিময়ের পরিসর ছিল, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। প্রশ্ন করলে, মিথ্যার বিরুদ্ধে সরব হলে, সত্য বললে জাতীয়তাবাদবিরোধী বলে চিহ্নিত করা হচ্ছে।’

Bootstrap Image Preview