Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে ভুয়া ডাক্তারের ৬ মাসের জেল

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে নুর আলম চৌধুরী জয় (৩০) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করে ৬ মাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ক্যাথোরাই-প্রু মারমা।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় স্থানীয় উর্ব্বশী সিনেমা হল সংলগ্ন ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াগনস্টিকে অভিযান চালিয়ে নুর আলম চৌধুরী জয়কে ভুয়া ডাক্তার হিসেবে আটক করে এই সাজা প্রদান করা হয়। নুর আলম চৌধুরী জয় পার্বতীপুর উপজেলার আমবাড়ী বালুপাড়া গ্রামের ফেরদৌস চৌধুরীর ছেলে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন থেকে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন নুর আলম চৌধুরী জয়। শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত তার সপক্ষে কোনো বৈধ কাগজপত্র না পেলে তাকে আটক করে উক্ত সাজা প্রদান করেন।

Bootstrap Image Preview