Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হলেন ডেভিড ম্যালপাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০১:৩৯ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০১:৩৯ PM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত ডেভিড ম্যালপাস বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৫ মার্চ) বিশ্বব্যাংকের বোর্ডসভায় তার নাম ঘোষণা করা হয়েছে। তিনি ৯ এপ্রিল থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য নিযুক্ত হয়েছেন।খবর ফিন্যান্সিয়াল টাইমস।

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আন্ডার সেক্রেটারি অব দ্যা ট্রেজারার ফর ইন্টারন্যাশনাল এফেয়ার্স পদে কর্মরত ছিলেন। ওয়াশিংটনে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন সভার আগে তার নাম ঘোষণা করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এবং ব্যাংকটির তহবিলের প্রধান উত্স হল যুক্তরাষ্ট্র। দেশটি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই এই ধারা অব্যাহত রয়েছে।

এদিকে,গত ৭ জানুয়ারি অনেকটা আকস্মিকভাবেই বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তার পদ ছাড়ার ঘোষণা দেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ম্যালপাসকে মনোনয়ন দেয়।

ডেভিড ম্যালপাসকে সবাই বিশ্বব্যাংকের সমালোচক হিসেবেই জানেন। কলোরাডো কলেজ থেকে স্নাতক শেষ করার পর ম্যালপাস ডেনভার বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। মার্কিন প্রশাসনে তিনি ট্রেজারি বিভাগে বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিলেন।

 

Bootstrap Image Preview