Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইমরানের বাড়ির কাছেই মিলল ডজনেরও বেশি বিমান বিধ্বংসী গোলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১২:৪০ PM

bdmorning Image Preview


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বানিগালা বাসস্থানের আধাকিলোমিটার দূরে একটি প্লটে বিমান বিধ্বংসী আগ্নেয়াস্ত্রের এক ডজনেরও বেশি তাজা গোলা পাওয়া গেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, একটি বিদেশি মিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এসব গোলাবারুদ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।-খবর ডন অনলাইনের

পরবর্তীতে একটি টহলদল সেখানে গিয়ে জায়গাটি ঘিরে রাখে। সন্ত্রাসবিরোধী বাহিনী, অপরাধ তদন্ত সংস্থা ও বোমা অপসারণ স্কোয়াডসহ পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা বিমান বিধ্বংসী বন্দুকের ১৮টি তাজা বুলেট জব্দ করেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, গুলিগুলোর ব্যাপ্তি ৩০ এমএম। পুরনো হওয়ায় রঙ কিছুটা উঠে গেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আবাসন এলাকা হওয়ায় নিয়মিতভিত্তিতে তল্লাশি ও চিরুনি অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি ওই অঞ্চলে নিরাপদ বলে ঘোষণা করা হয়েছিল।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, গত দুই একদিনের মধ্যে কোনো এক ব্যক্তি এসব গুলি ওখানে নিয়ে গিয়েছিলেন। আবর্জনা স্তূপের ভেতর এগুলো লুকিয়ে রাখতে চেয়েছিলেন বলে মনে হচ্ছে। ফরেনসিক পরীক্ষার জন্য গোলাগুলো পরীক্ষাগারে নেয়া হয়েছে।

Bootstrap Image Preview