Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় মামলা তুলে নিতে বাদী পক্ষকে হুমকি

মীর খায়রুল আলম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১২:১৫ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১২:১৮ PM

bdmorning Image Preview


স্বামীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে ক্ষান্ত না হয়ে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধার সন্তান সাজিদা বেগম (৪১)।

শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় দেবাহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রতিপক্ষের মিথ্যা হয়রানীর প্রতিবাদ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেন ঢেপুখালি গ্রামের বায়েজিদ হোসেনের স্ত্রী ও মুক্তিযোদ্ধার সন্তান সাজিদা বেগম।

লিখিত বক্তব্যে সাজিদা বেগম জানান, গত ৪ মার্চ গাজীরহাট বাজারে আমার স্বামীকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করে। স্থানীয়রা ছুটে আসলে হামলাকারী পালিয়ে যায়। পরে আমার স্বামীকে উদ্ধার করে সখিপুর হাসপাতালের পুরুষ-১৪ নং ওয়ার্ডে ভর্তি করে। আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে যায়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হলে তাকে ভর্তি রেখে আমি বাদী হয়ে দেবহাটা থানায় এজাহার দায়ের করি। দেবহাটা থানা পুলিশ বিষয়টি তদন্ত পূর্বক সত্যতা প্রমাণ পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

এ ঘটনায় দেবহাটা থানায় জি, আর-২৩/২০১৯ (দেবঃ), মামলা নং-০২, তারিখ-০৪-০৩-২০১৯ ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দন্ড বিধি রুজু হয়।

এই মামলার আসামিরা হলেন- ঢেপুখালি গ্রামের ফয়জুল ইসলামের ছেলে আল-মামুন, মৃত এলাই সরদারের ছেলে ফয়জুল ইসলাম, জগন্নাথপুর গ্রামের কালু সরদারের ছেলে শফিকুল ইসলাম।

কিন্তু আসামি পক্ষ ভয়ভীতি প্রদর্শন করে আমাদের নিরাপত্তাহীনতায় ফেলেছে। এমনকি তারা আমাদের সমাজের চোখে হেয় পতিপন্ন করতে আমার স্বামী, সন্তানদের নিয়ে বিভিন্ন হয়রানিমূলক অপপ্রচার করে যাচ্ছে।

তাছাড়া উক্ত ফয়জুল ইসলাম দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে সাধারণ মানুষের সরকারি পানির প্লান্ট দখল করে ব্যক্তি স্বার্থে ব্যাবহার করার অভিযোগ আছে। স্থানীয়দের সাথে আমরা সরকারি সম্পদ রক্ষার জন্য বাদী হওয়ায় দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। আমরা ও সাধারণ মানুষ ফয়জুল এবং তার বাহিনীর অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে চাই। আমি উক্ত ফয়জুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Bootstrap Image Preview