Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এপ্রিলে ৩৬০ ভারতীয় বন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview


চলছে পাক-ভারত উত্তেজনা। আর এই চলমান উত্তেজনার মধ্যেই এপ্রিল মাসে কারাবন্দি ৩৬০ ভারতীয়কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মুক্তির অপেক্ষায় থাকা ওই বেসামরিক বন্দিদের মধ্যে ৩৫৫ জনই মৎসজীবী। দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এপ্রিলে চার ধাপে তাদের মুক্তি দেবে ইসলামাবাদ।

শুক্রবার (৫ এপ্রিল) দেশটির কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে। এমন এক সময় এসব বন্দিকে ছেড়ে দিতে যাচ্ছে পাকিস্তান, যার আগেই পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এক পশলা আকাশ যুদ্ধ হয়ে গেছে।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রীত কাশ্মীরে এক তরুণের আত্মঘাতী হামলায় একটি আধাসামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হয়েছে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট শহরের কাছে ভারতীয় বিমান হামলার চালানোর পর সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। এতে ভারতীয় এক পাইলটকে আটক করার পর শান্তির নিদর্শন হিসেবে তাকে ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন, শাস্তি ভোগ শেষ করা ৩৬০ ভারতীয় বন্দিকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের মধ্যে ৩৫৫ মৎস্যজীবী ও বাকি পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন।

আগামী ৮ এপ্রিল থেকে পাঁচ ধাপে এসব বন্দিকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ফয়সাল। অপরাধ অনুসারে কারাদণ্ড ভোগ করার এসব বন্দিরা কারাগারে জীবন কাটাচ্ছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তেজনার মধ্যে থাকায় তাদের মুক্তি দেয়া হচ্ছিল না।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আশা করি ভারতও এর প্রতিদান দেবে। গত জানুয়ারিতে দুই দেশের বিনিময় করা তালিকা অনুসারে ভারতের কারাগারে ৩৪৭ পাকিস্তানি বন্দি রয়েছেন। তাদের মধ্যে ২৪৯ জনই বেসামরিক নাগরিক, বাকিরা মৎস্যজীবী।

Bootstrap Image Preview