Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগুনে পুড়ল এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১০:৪৯ AM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১০:৫১ AM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবিতে আগুনে পুড়ল এইচএসসি তিন পরীক্ষার্থীর প্রবেশপত্র ও পাঠ্য বই।

শুক্রবার (৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার মহিপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে করে উপজেলার শিরট্টী মহাবিদ্যালয়ের জনি হোসেন, আবু রায়হান ও মহন মিয়া নামে ৩ জন এইএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রসহ পাঠ্যবই পুড়ে ছাই হয়। 

এ বিষয়ে কলেজের (বিএম শাখা) কেরানি মো: হারেজ হোসেন জানান, অনুষ্ঠিত এইচএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা দেওয়ার জন্য শিরট্টী মহাবিদ্যালয়ের ৫ জন পরীক্ষার্থী মহিপুর গ্রামে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি ভাড়া বাড়িতে থাকত। বাড়ির মালিক বাড়িতে থাকে না। হঠাৎ করে শুক্রবার ভোর রাতে কে বা কারা ঘরে আগুন লাগিয়ে দেয়।

এসময় শিক্ষার্থীরা টের পেয়ে ঘুম থেকে উঠে আগুন নিভালেও ৩ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র ও পাঠ্যবই পুড়ে যায়। আমি খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তাদের পরীক্ষা দেওয়ার জন্য কাগজপত্র ঠিক করছি। যাতে করে তাঁরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত বিষয়টি আমি জানি না। তবে এমন ঘটনা ঘটলে অবশ্যই পরীক্ষা দিতে পারবে।

Bootstrap Image Preview