Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকালের শুরুতেই হঠাৎ বৃষ্টি, নদীবন্দরে ২ নং হুঁশিয়ারী সংকেত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১০:০৬ AM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১০:০৬ AM

bdmorning Image Preview


সকাল ৮টা থেকেই হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে উঠে রাজধানীর আকাশ। এরপর শুরু হয় রাজধানীতে মুষলধারে বৃষ্টি। হঠাৎ এ বৃষ্টিতে যেন আচমকাই থমকে যায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।

এদিকে আজ শনিবার দুপুর ১টা পর্যন্ত  ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সিলেট দেশের কয়েকটি অঞ্চলের অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি:মি: বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের বিভিন্ন নদী বন্দরগুলোতে ২ নম্বর  নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, রংপুর, আজ দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সিলেট এর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি:মি: বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি:মি: বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরে ১ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

Bootstrap Image Preview