Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১০:১৬ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১০:১৬ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উত্তরাঞ্চল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টায় জি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সভায় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা উপজেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. আনু মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. তানজীমউদ্দিন খান, প্রকৌশলী কল্লোল মোস্তাফা, প্রকৌশলী মাহবুব সুমন, শিল্পী বিথি ঘোষ, মোশাররফ হোসেন নান্নু, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সমন্বক টিপু বিশ্বাস, জাতীয় গণফ্রন্ট কাফি রতন, কেন্দ্রীয় নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় নেতা শুভ্রাংশ চক্রবর্তী, গণসংহতি আন্দোলন বাসদ কেন্দ্রীয় নেতা মুরাদ মোরশেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, জয়প্রকাশ গুপ্ত, সঞ্জিত প্রসাদ জিতু, নাজার আহম্মেদ, শফিকুল ইসলাম সিকদার প্রমুখ। 

 

Bootstrap Image Preview