Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে রাস্তায় লক্ষাধিক টাকার শুকনো মরা গাছ, দুর্ঘটনার আশঙ্কা 

রমজান আলী, ময়মনসিংহ (নান্দাইল) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৯:২৮ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৯:২৮ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুইগ্রাম চৌরাস্তা-আঠারবাড়ী সড়ক ও জনপদ বিভাগের রাস্তায় লক্ষাধিক টাকার শুকনো মরা গাছ থাকায় যেকোন সময় ডালপালা ভেঙ্গে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, নান্দাইল চৌরাস্তা-আঠারবাড়ী রাস্তার ফুলবাড়ীয়া, বাশঁহাটি ও শান্তিনগর নামক স্থানে রাস্তার পাশে প্রায় ২০টি বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ মারা গেছে। কোন গাছের ডালপালা, পাতা নেই মরে শুকিয়ে আছে। আবার কোন গাছের ডালপালা কে বা কারা রাতের আধারে কেটে নিয়ে গেছে। ডালপালাহীন এক প্রতিকৃতির মধ্য দাড়িয়ে আছে গাছগুলো। গাছের বাকল পর্যন্ত তুলে নিয়ে গেছে স্থানীয়রা।

এতে করে রাতের আধারে ভূত ভেবে অনেকেই থমকে যায় রাস্তার চলাচলের সময়। যে যার মতো সুযোগ বুঝে জীবিত বা মৃত গাছগুলোর ডালপালা কেটে নিয়ে মুণ্ড বানিয়ে দিচ্ছে গাছগুলোকে।

পরে সেগুলোও আবার ঝোপবুঝে কোপ মেরে নিয়ে যায় স্থানীয় কিছু অসাধু জনগণ। উক্ত রাস্তায় ৪/৫টি গাছ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। যেকোন সময় সেগুলো চলে যাবে পাকঘরের উনুনে। এ যেন দেখার কেউ নেই। রাস্তার দু'পাশে আম, আকাশী, মেহগনি ও শিশু নামক অনেক শুকনো মৃত গাছ রয়েছে।

উক্ত গাছগুলো সরকারের নিয়ন্ত্রণে কেটে নিয়ে যাওয়ার জন্য জরুরী হস্তক্ষেপ কামনা করছে সুশীল সমাজের লোকজন। তা না হলে যানবাহন দুর্ঘটনাসহ যেকোন ধরনের গোলযোগ সৃষ্টি হতে পারে।

এবিষয়ে বনবিভাগের কর্মকর্তা বাবু দিপঙ্কর রায় জানান, বিষয়টি সরেজমিন দেখে গাছগুলো কাটার শীঘ্রই টেন্ডারের ব্যবস্থা করা হবে।    
 

 

Bootstrap Image Preview