Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

আব্দুল্লাহ আল নোমান, সিলেট (ফেঞ্চুগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৮:০২ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে দুই ধাপে প্রায় দেড়ঘণ্টার শিলাবৃষ্টি ও ঝড়-তুফানে বোরোধানসহ বিভিন্ন গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ঝড়-তুফানের কারণে রাত থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় শুরু হয়ে এক ঘণ্টা স্থায়ী হয়। পরে পুনরায় সকালে আরও আধাঘন্টা শিলাবৃষ্টি হলে এ বিপর্যয়ের সৃষ্টি হয়।

জানা যায়, শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরো ধানের। এছাড়াও উপজেলার কিছু কিছু স্থানে মানুষের বাড়ির টিনের চালা ফোট হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন এলাকায় ঝড়-তুফানে গাছপালা ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বিডিমর্নিংকে জানান, হাকালুকি হাওরের অনেক ধান কাটা হয়ে গেছে। উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের হাওরগুলোতে ও কটালপুর এলাকায় বোরোধানের কিছুটা ক্ষতি হয়েছে। তবে তিনি ক্ষতির পরিমাপ জানাতে পারেননি। 

 

Bootstrap Image Preview