Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে ৫ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার  

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:৪০ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:৪০ PM

bdmorning Image Preview


জয়পুরহাটে পাঁচবিবির কয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১ হাজার ১'শ ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ৬৭ হাজার টাকা।

শুক্রবার (৫ এপ্রিল) ভোর ৪টার সময় এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

কয়া ক্যাম্প কমান্ডার মোকলেছুর রহমান জানান, শুক্রবার ভোরে ভারত থেকে কয়েকজন মাদক চোরাকারবারী ফেনসিডিল পাচার করে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সদস্যরা রামভদ্রপুর মাঠের মধ্যে উৎপেতে থাকে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়। পরে ফেনসিডিলগুলো উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।   

 

Bootstrap Image Preview