Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এই পানীয় খেলে অল্প বয়সেই চেহারায় পড়বে বয়সের ছাপ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:১৯ PM

bdmorning Image Preview


চেহারায় যাতে সহজে বয়সের ছাপ না পড়ে সে জন্য ডার্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞরা এই পানীয় এড়িয়ে চলতে বলছেন। বিশ্বের বিভিন্ন দেশে পানীয়টি ব্যাপক জনপ্রিয়। এই পানীয় পান করলে চেহারায় দ্রুত বয়সের ছাপ পড়ে। তাই বিশেষজ্ঞরা এই পানীয় এড়িয়ে চলতে বলেছেন। পানীয়টি আর কিছুই নয়, মদ।

বিশেষজ্ঞরা বলছেন, মদ্যপান করলে চেহারায় সহজে বয়সের ছাপ পড়ে।

আমরা যা খাই, তার ছাপ আমাদের চেহারায় পড়ে, এতো আমরা জানিই। স্বাস্থ্যকর খাবার খেলে ত্বক-চুল থাকবে উজ্জ্বল, আবার তেলতেলে বাইরের খাবার নিয়মিত খেলে রুক্ষ, জৌলুসহীন হয়ে পড়বে আমাদের চেহারা। খাবারের মতো পানীয়ের প্রভাবও সহজেই আমাদের চেহারায় পড়ে।

ডার্মাটোলজিস্টরা চেহারায় যাতে সহজে বয়সের ছাপ না পড়ে, তার জন্য এই পানীয় এড়িয়ে যেতে বলছেন। পানীয়টি আর কিছই নয়, মদ। মদ্যপান করলে চেহারায় সহজে বয়সের ছাপ পড়ে বলে জানাচ্ছেন তাঁরা। ডার্মাটোলজিস্টদের কথায়, অ্যালকোহলের পৌষ্টিক গুণ খুব সামান্য়ই। এটি আদতে একটি টক্সিক পানীয়। বেশি মদ খেলে লিভারের কার্যক্ষমতা কমতে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেল ড্যামেজ এবং হরমোনাল সমস্যা দেখা দেয়।

মদ খেলে ত্বক রুক্ষ হয়ে যায় বলে জানাচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা। তার ফলে চেহারায় সহজেই বয়সের ছাপ পড়ে, বলিরেখা দেখা যায়। তাই যৌবন ধরে রাখতে সুরাপান এড়িয়ে চলাই ভালো। 

Bootstrap Image Preview