Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিথ্যা গল্প সাজিয়ে বান্ধবীর বাসায় আশ্রয় নেয় ইডেন ছাত্রী বিন্দু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৪:৩৯ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview


নিখোঁজ হওয়ার ৩৮ ঘণ্টা পর রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি বাসা থেকে পুলিশি অভিযানে ইডেন কলেজ ছাত্রী নাফিজা নেওয়াজ বিন্দুকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে তাকে উদ্ধার করা হয়। মায়ের সঙ্গে অভিমান করে মিথ্যা গল্প সাজিয়ে বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছিলেন বিন্দু।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী মিয়া ইডেন কলেজের বিবিএস-এর ছাত্রী নাফিসা নেওয়াজ বিন্দুর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিন্দু তার মায়ের সাথে রাগ করে বান্ধবীর বাসায় ছিলেন। পরে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে শুক্রবার সকালে উদ্ধার করেছি। বর্তমানে বিন্দু সুস্থ ও স্বাভাবিক আছেন।

এ দিকে বিন্দুর পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে রাজধানীর উত্তরা খালার বাসায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয় বিন্দু। পরে কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীগামী ট্রেনে ওঠেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত উত্তরা স্টেশনে নামতে পারেননি বিন্দু।

বিকেলের দিকে বিন্দু তার মাকে শেষবারের মতো ফোন দিয়েছিলেন। তখন তিনি বলেন- 'মা আমি উত্তরা স্টেশন মিস করে ফেলছি। এখন ট্রেন কোথায় আছে জায়গাটা চিনতে পারছি না। পরের স্টেশন এলে নেমে বাস ধরে যাবো।' এরপর অনেকবার ফোন করলে নাফিসার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পরে উদ্বিগ্ন পরিবার শেষ পর্যন্ত বিষয়টি পুলিশকে জানায় এবং যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-২৪৬) করে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কমল বড়াল বলেন, আসলে পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে মায়ের সঙ্গে অভিমান করে এই মিথ্যা নাটক সাজান বিন্দু। এখন পর্যন্ত আমাদের কাছে তাকা তথ্য অনুযায়ী বিন্দু কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলেন। কিন্তু রাজশাহীগামী কোনো ট্রেনে উঠেননি এবং উত্তরাও যাননি। তিনি কমলাপুর থেকে সরাসরি মোহাম্মদপুরের নূরজাহান রোডে তার বান্ধবীর বাসায় চলে যান।

কমল বড়াল আরো বলেন, বিন্দুর পরিবারের জিডি করার প্রেক্ষিতে আমাদের একাধিক টিম তাকে উদ্ধারে কাজ করছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় বিন্দুর মোহাম্মদপুরে থাকার বিষয়টি জানতে পেরে মোহাম্মদপুর থানা পুলিশসহ আমরা অভিযান চালাই এবং নূরজাহান রোডের একটি বাসায় বান্ধবীর ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview