Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাপের জন্মস্থান ভুল করলেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিভিন্ন সময়ে বক্তৃতায় বিতর্কিত এবং মিথ্যা তথ্য দিয়ে সংবাদ শিরোনামে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নিজের বাপের জন্মস্থান নিয়েও ভুল তথ্য দিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন ট্রাম্প।

মার্কিন পত্রিকা নিউইয়র্ক পোস্ট জানায়, মঙ্গলবার ট্রাম্প বলেন তার বাপ জার্মানিতে জন্মগ্রহণ করেছেন, একারনে দেশটিকে তার খুব পছন্দ। ন্যাটোতে জার্মানির অবদান নিয়ে মন্তব্য করার সময় তিনি একথা বলেন।

ট্রাম্প বলেন, জার্মান নেতা মেরকেলকে অত্যন্ত সম্মান করেন। তবে সামরিক জোট ন্যাটোতে মেরকেল আরও অর্থ বরাদ্দ না করায় তিনি হতাশ।

‘সত্যি বলতে জার্মানি তাদের ভাগেরটা যথেষ্ট পরিমাণে দিচ্ছে না,’ ন্যাটো সম্পর্কে সাংবাদিকদের বলেন ট্রাম্প।

‘মেরকেলের প্রতি আমার অগাধ সম্মান রয়েছে এবং তার দেশের প্রতিও আমার অগাধ সম্মান রয়েছে। আমার বাবা ছিলেন একজন জার্মান এবং তিনি জার্মানির খুব সুন্দর একটা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। একারনে জার্মানির প্রতি আমার বিশাল আবেগ রয়েছে,’ বলেন তিনি।

ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণ করেছিলেন।

মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট জানায়, আগে আরও দুই বার তিনি এমন মিথ্যা দাবী করেছিলেন।

ট্রাম্পের বাবা জার্মানিতে জন্মগ্রহণ করেন নি। তবে তার দাদা ফ্রেডরিখ ট্রাম্প জার্মানিতে জন্ম নিয়েছিলেন। তিনি ১৮৮৫ সালে যুক্তরাষ্ট্রে যান।

Bootstrap Image Preview