Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যৌতুক দিতে না পারায় দু’বছর না খাইয়ে পুত্রবধূকে মারলেন শাশুড়ি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০২:০৩ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০২:০৩ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


স্বামী শ্বশুড়ের চাহিদা মত যৌতুক দিতে পারেনেনি। তাই শাস্তি হিসেবে দু’বছর খেতে দেওয়া হয়নি গৃহবধূকে ৷ ফলে কঙ্কালসার হয়ে মারা গেছেন ২৭ বছর বয়সী ওই নারী। তাই এ ঘটনাকে হত্যা হিসেবেই তদন্ত করছে পুলিশ। এ ঘটনা ঘটেছে পতিবেশী দশ ভারতে।

মার্চ ২১ হাসপাতালে মারা যান ওই নারী ৷ দীর্ঘদিন ধরে ঠিকমত খাবার না পাওয়ায় মৃত্যুর সময় তার ওজন হয়েছিল মাত্র ২০ কেজি ৷ অনাহার আর অপুষ্টিতে ভুগে ওই গৃহবধূ মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ ১৮। তবে তারা ওই নারীর পরিচয় প্রকশ করেনি।

এ ঘটনায় পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে ৷ ময়না তদন্তের রিপোর্ট ও মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের ১৪ দিনের জন্য হেফাজতে রাখা হয়েছে ৷ ওই নারীর দুটি সন্তান রয়েছে ৷ পুলিশ তাদের শিশু সুরক্ষা ভবনে পাঠিয়ে দিয়েছে ৷

শ্বশুরবাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক চাওয়া হয়েছিল ৷ তা দিতে পারেনি গৃহবধূর বাবা-মা ৷ যৌতুকের জন্য দিনের পর দিন অনাহারে রাখা হয়েছিল ওই নারীকে। তার উপর প্রতিদিনই চলত শারীরিক নির্যাতন। ফলে অনাহার অপুষ্টিতে ভুগে মারা যান ওই নারী।

Bootstrap Image Preview