Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাহুল গান্ধীর নিজের কোনো গাড়ি নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১২:২৪ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১২:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের কেরালা রাজ্যের ওয়াইনাড কেন্দ্র থেকে বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করেছেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধীর জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, তার নিজের কোনো গাড়ি নেই। যদিও তার সম্পদের পরিমাণ আগের চেয়েও বেড়েছ।

হলফনামা অনুযায়ী, গত পাঁচ বছরে তার সম্পত্তির পরিমান বেড়েছে প্রায় সাড়ে ৬ কোটি। এর আগে ২০১৪ সালে লোকসভা ভোটের আগে রাহুল গান্ধীর জমা দেওয়া হলফনামা অনুযায়ী সম্পত্তির পরিমান ছিলো ৯,৪ কোটি রুপি।

এবার দেওয়া হলফনামায় জানা গিয়েছে, রাহুলের সম্পত্তির পরিমান বাড়লেও তার কোনও গাড়ি নেই। হাতে রয়েছে সামান্য কিছু নগদ অর্থ। বিভিন্ন ব্যাঙ্ক ও অর্থিক প্রতিষ্ঠান থেকে তিনি ঋণ নিয়েছেন ৭২ লক্ষ রুপি। অস্থাবর সম্পত্তির পরিমান ৫ কোটি ৮০ লক্ষ ৫৮ হাজার ৭৯৯ রুপি।

তার স্থাবর সম্পত্তি রয়েছে ১০ কোটি ০৮ লক্ষ ১৮ হাজার ২৮৪ রুপির। সব মিলিয়ে রাহুল গান্ধীর মোট সম্পত্তির পরিমান ১৫ কোটি ৮৮ লক্ষ ৭৭ হাজার ০৮৩ কোটি রুপি। যার মধ্যে গত পাঁচ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে প্রায় ৬ কোটি রুপির উপর।

ভারতে এবারের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের আমেথি কেন্দ্রের পাশাপাশি কেরল রাজ্যের ওয়াইনাড কেন্দ্র থেকেও লড়াই করছেন রাহুল গান্ধী।

বৃহস্পতিবার ওয়ানাদ কেন্দ্রে জমা দেওয়া মনোনয়ন পত্রের হলফনামা থেকে আরো জানা গেছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। যার মধ্যে দুটি মামলা রয়েছে মহারাষ্ট্রে। একটি করে মামলা রয়েছে ঝাড়খন্ড, আসাম ও দিল্লিতে।

রাহুল গান্ধীর হাতে রয়েছে নগদ মাত্র ৪০ হাজার রুপি। বিভিন্ন ব্যাঙ্কে জমা রয়েছে ১৭,৯৩ লক্ষ রুপি। শেয়ার ও বন্ডে লগ্নি করা রয়েছে ৫,১৯ কোটি রুপি। রাহুল গান্ধীর সোনার গহনা রয়েছে ৩৩৩,৩ গ্রাম।

Bootstrap Image Preview