Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনেই আত্মহত্যা কমান্ডোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১০:১৫ AM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনীল বিক্রমাসিংহের সরকারি বাসভবনে এক পুলিশ কমান্ডো নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার সময় প্রধানমন্ত্রী ওই বাসভবনেই অবস্থান করছিলেন। তবে তাঁর কোনো ক্ষতি হয়নি।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ৩০ বছর বয়সী সেই কমান্ডোর নাম দিলরুখশা সমরসিংহ।

বৃহস্পতিবার স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) এ সদস্য প্রধানমন্ত্রীর টেম্পল ট্রিজের বাসভবনের প্রবেশপথে স্থাপিত চেকপোস্টে তার নামে সরকারিভাবে বরাদ্দ করা আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেন।

কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Bootstrap Image Preview