Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে র‍্যাবের সঙ্গে গুলাগুলিতে ২ ডাকাত নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১০:১১ AM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১০:১১ AM

bdmorning Image Preview


রাজধানীর তেজগাঁওয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে গুলাগুলিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।

শুক্রবার(৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত দুই ডাকাতরা হলেন, নাইম (৩৫) ও জামাল (৩৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এই ব্যাপারে র‍্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র‍্যাবের চেক পোস্ট ছিল। ডাকাত দলের সদস্যরা ছোট পিকআপ ভ্যানে করে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় চেকপোস্ট অতিক্রমের সময় তাদের থামতে বলা হয়। এ সময় র‍্যাবকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছোড়ে। এতে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়।

Bootstrap Image Preview