Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার কুমুদিনী মেডিকেল কলেজে আগুন, রক্ষা পেল ১৫০ বিদেশি ছাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১০:১৬ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০২:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের আবাসিক হোস্টেলে আগুনের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে হোস্টেলের ১৫০ জন বিদেশি ছাত্রী।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের আবাসিক নতুন ভবন-২ এ আগুনের ঘটনা ঘটেছে। তাড়াহুড়ো করে ভবন থেকে নামতে গিয়ে ৭ জন ছাত্রী আহত হয়েছেন।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের কর্মকর্তা রতন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, আবাসিক নতুন ভবন-২ এ বিদেশি ছাত্রীরা থাকেন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নতুন ভবনের নিচ তলার মিটার রাখার বোর্ড প্যানেল থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের কালো ধোয়া চার দিকে ছড়িয়ে পরে। তবে ভবনের শ্রমিক, কর্মচারীরা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হওয়া ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে ভবনে আগুনের খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ও মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের টিম লিডার মো. মহিদুর রহমান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট প্যানেল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। কোনো ক্ষতি-ক্ষতি হয়নি।

Bootstrap Image Preview