Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

মীর খায়রুল আলম, দেবহাটা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:২৭ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:২৮ PM

bdmorning Image Preview


দেবহাটায় মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদফতর ও সেন্টার ফর উইমেন এন্ড চিলড্রেন স্টাডিজের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল ছত্তার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দেবহাটা বিওপি ক্যাম্প কমান্ডার দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, দেবহাটা সরকারী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, কুলিয়া মহিলা ইউপি সদস্য ফতেমা রহমান, পারুলিয়া মহিলা ইউপি সদস্য নুর বানু কাদেরী, সখিপুর মহিলা ইউপি সদস্য আলফাতুন্নেছা, নওয়াপাড়া মহিলা ইউপি সদস্য ফতেমা খাতুন, দেবহাটা সদর মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভীন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসীমউদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিত রায়, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, সমবায় অফিসার আকরাম হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা রানী মন্ডল, ইন্সট্রাক্টর লোকমান কবির, তথ্য অফিসার সামছুন্নাহার প্রমুখ।
 

Bootstrap Image Preview