Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

মীর খায়রুল আলম, দেবহাটা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:১৯ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview


বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উৎযাপন উপলক্ষ্যে দেবহাটায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনারুল হক। 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসীমউদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সদ্য পদন্নিত জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজিত রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, সমবায় অফিসার আকরাম হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা রানী মন্ডল, ইন্সট্রাক্টর অফিসার লোকমান কবির, তথ্য অফিসার সামছুন্নাহার, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা সরকারী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল ছাত্তার, দেবহাটা বিওপি ক্যাম্প কমান্ডার দেলোয়ার হোসেন প্রমুখ।  

সভায় ১৪২৬ বাংলা নববর্ষ যথাযথভাবে পালনের লক্ষে বিস্তারিত আলোচনা ও  দিবসটির দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে কয়েকটি কমিটি গঠন করা হয়।

এছাড়া বাংলা নববর্ষের দিন উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ঐতিহ্যবাহী বনবিবির বটতলায় পান্তা ভোজন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।  
 

Bootstrap Image Preview