Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪০০ বন্দীর মুক্তি চায় ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৭:১৬ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৭:২৬ PM

bdmorning Image Preview


সাজা শেষ হওয়ার পরও পাকিস্তান অনেক ভারতীয় বন্দিকে কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করে নয়াদিল্লি।

মঙ্গলবার (২ এপ্রিল) এ অভিযোগ করেছে নয়াদিল্লি।

সাজা শেষ হওয়া বন্দিসহ বাকিদের শিগগিরই মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে ভারত।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাকিস্তানে আটককৃত ভারতীয় নৌবাহিনী কর্মকর্তা কুলভষণ যাদবসহ আরো ৫ সাধারণ নাগরিকের সঙ্গে কূটনৈতিকদের সাক্ষাতের অনুমতিও চেয়েছে ভারত। বারবার আবেদন করার পরও যাদবের সঙ্গে সাক্ষাত করতে দেয়া হচ্ছে না বলে নয়াদিল্লি অভিযোগও করেছে।

যদিও যাদবকে গুপ্তচরবৃত্তির জন্য ২০১৬ সালে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছে।

সূত্র আরো জানায়, ৪'শ বন্দির মধ্যে ৩৮৫ জন জেলে ও ১৫ জন অন্যান্য পেশার লোক রয়েছে। তাদের ৫ জনের সঙ্গে কূটনৈতিক সাক্ষাতের জন্য ইতোমধ্যেই পাকিস্তান দূতাবাসে আনুষ্ঠানিক আবেদনও জানানো হয়েছে। 

Bootstrap Image Preview