Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে চলন্ত ট্রেন থামিয়ে পাটকল শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি 

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview


নরসিংদীতে মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ে ট্রেন লাইন অবরোধ করে রাখে পাটকল শ্রমিকরা। এসময় ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাংচুরসহ রেল লাইনে আগুন জ্বালিয়ে দেন তারা। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারীরা বাশাইল রেলগেইট ও তরোয়া রেললাইন সংলগ্ন এলাকায় এ অবরোধ করে। পরে সদর থানার পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে গত ৪ দিন যাবৎ কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছে আসছে ইউএমসি জুট মিল এর শ্রমিক কর্মচারীরা।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারীরা বাশাইল রেলগেইট এলাকায় এ অবরোধ করে। এসময় ঢাকা থেকে চট্টগ্রাম কর্ণফুলি এক্সপ্রেসের ট্রেনটি নরসিংদী স্টেশনে আসার পথে থামিয়ে দেয়। পরে উত্তেজিত শ্রমিকরা ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাংচুর করে।

এসময় আহত হন চট্টগ্রামে যাওয়া এক যাত্রী শাহিন মিয়া (৪৫)।

তিনি বলেন, ঘোড়াশাল পাড় হয়ে গাড়িটি নরসিংদী স্টেশনের কাছাকাছি আসলে হঠাৎ উত্তেজিত শ্রমিকরা ট্রেনটি থামিয়ে দেয় ও রেলের বগির ইঞ্জিনের সামনে একটি ব্যানার টাঙিয়ে এবং রেল লাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

পরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান, রেলওয়ে পুলিশ ও ফায়রা সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সড়িয়ে দিলে ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

রেল ফাঁড়ির এসআই ফিরোজ আহাম্মেদ বলেন, শ্রমিকরা অতর্কিতভাবে রেল লাইন অবরোধ করে। এসময় চট্টগ্রামগামী একটি ট্রেন বাশাইল তরোয়া এলাকায় থামিয়ে ফেলে। ওই সময় শ্রমিকরা ট্রেনের জানালার গ্লাস ভাংচুর করে। 

Bootstrap Image Preview