Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন মেয়র আতিকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০২:২৩ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০২:২৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি পূরণের অগ্রগতি জানাতে বৈঠকে বসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় উত্তর সিটির মেয়রের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি)পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈঠকে অংশ নিচ্ছেন।

এছাড়া মেয়রের সঙ্গে আছেন উত্তর সিটি করপোরেশনের সিইও, বিআরটিএর চেয়ারম্যানসহ সড়ক পরিবহন খাত সংশ্লিষ্টরা।

গত ১৯ মার্চ প্রগতি সরণির বসুন্ধরা গেইটে সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যু হলে নিরাপদ সড়কের দাবিতে নতুন করে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়।

ওই দুর্ঘটনার পরপরই সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বিইউপির শিক্ষার্থীরা। পরদিন সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায়। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নিরাপদ সড়কের দাবিতে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ২০ মার্চ দুপুরে বসুন্ধরা গেইটে গিয়ে সেখানে আবরারের নামে একটি ফুটব্রিজের ভিত্তিফলক উন্মোচন করেন, যা ছিল আন্দোলনকারীদের অন্যতম দাবি।

সড়ক দুর্ঘটনায় আবরারের মৃত্যুকে ‘অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা’ হিসেবে বর্ণনা করে মেয়র আতিকুল শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান।

পরে শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মেয়রের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে বৈঠক করে। পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াও সেই বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে বিউইপির আন্দোলনকারীদের প্রতিনিধি ফয়সাল এনায়েত সেদিন ব্রিফিংয়ে বলেন, আবরার নিহত হওয়ার ঘটনার তদন্ত করে ৩০ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফুটব্রিজ, স্পিডব্রেকার নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এক মাসের মধ্যে তার দৃশ্যমান অগ্রগতি সাধন এবং সুপ্রভাত পরিবহনকে আর কখনও রুট পারমিট না দেওয়ার দাবি পূরণ করার প্রতিশ্রুতি তারা মেয়রের কাছ থেকে পেয়েছেন। এর ভিত্তিতে তারা অগ্রগতি দেখার জন্য সাত দিন সময় দিয়ে কর্মসূচি স্থগিত করছেন।

সে অনুযায়ী ২৮ মার্চ শিক্ষার্থীদের সঙ্গে মেয়রের বৈঠক হওয়ার কথা থাকলেও সেদিন বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈঠক পিছিয়ে যায়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে বসেছেন মেয়র।

Bootstrap Image Preview