Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ১০:০৭ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ১০:০৭ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দাবি করেছেন ২০১৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

এসময় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, রাবিতে ২০১৮-১৯ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অধিকাংশই দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পেয়েছে। আমরা কেন বঞ্চিত হব? এছাড়া কোনো না কোনো কারণে প্রতি বছর অনেক আসন ফাঁকা থাকে। দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেয়া হলে ফাঁকা আসনগুলোতে যোগ্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। মেধাবী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষ থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অথচ কোনো দুর্ঘটনা ঘটলে ধূলিস্যাৎ হয়ে যায় একজন শিক্ষার্থীর স্বপ্ন।

দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে তারা মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বরাবর স্মারকলিপি প্রদান করেন। উপাচার্যের পক্ষে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান তাদের স্মারকলিপি গ্রহণ করেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘উপাচার্য স্যারের সাথে এ বিষয়ে আলাপ হয়েছে। তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত আছে যে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।’ 

প্রসঙ্গত, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

Bootstrap Image Preview